intech-দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড বাংলাদেশে এমাজন ওয়েব সার্ভিস দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি কোম্পিানিটি এ বিষয়ে ভারতের মিনফি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ‘এক্সক্লুসিভ কমার্শিয়াল এগ্রিমেন্ট’ সম্পন্ন করেছে।

এমাজন ওয়েব সার্ভিস দেওয়ার চুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্রের রেনিয়াল সিস্টেমস ইনকরপোরেশনের সঙ্গে ইনটেক লিমিটেডের আরো একটি বাণিজ্যিক চুক্তি হয়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করবে ইনটেক।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আইটি চালুকরণ, কম্পিউটার সফটওয়্যার/হার্ডওয়্যার, ইন্টারনেট অব থিংস (আইওটি), ম্যানেজড সার্ভিস, ইআরপি, ইন্টিলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক কনসালটিং এবং কো-ইনোভেশন, ভার্টিক্যাল এ্যাপ্লিকেশন ইত্যাদি।