EHL LAGOদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণায় বিনিয়োগকারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। এ সময় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬০ টাকা ১৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ নভেম্বর সকালে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ, কোম্পানিটি ২০১৭ সালে ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।