Plfsl-দেশ প্রতিক্ষণ, ঢাকা: আর্থিক খাত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ভাইস চেয়ারম্যান নিজামুল আহসান। সেই সাথে ব্যাংকিং খাতও খারাপ অবস্থায় বলে তিনি মন্তব্য করেন। রাজধানীতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ মন্তব্য করেন।

শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এখন খারাপ অবস্থায় আছি, তাই আপনাদের কোনো লভ্যাংশ দিতে পারি নাই। কিন্তু আমাদের প্রচেষ্টা আছে আগামীতে সন্তোষজনক লভ্যাংশ দেওয়ার। এক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশা করি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী বলেন, ফাইন্যান্সিয়াল খাতের সংকটের জন্য আমরা এগিয়ে যেতে পারি নাই। তাই গত বছর আমাদের প্রতিষ্ঠানের অনেক লোকসান হয়ে যায়।

তাই এ বছর চেষ্টা করছি গত বছর থেকে লোকসান কমানোর জন্য। তাই এই বছরটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জের হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা, স্বতন্ত্র পরিচালক একিউ সিদ্দিক, সুকুমার মৃধা, পরিচালক নং চু মং, নাইি আই চিংসহ আরো অনেকে।