insurance lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে হঠাৎ বীমা খাতে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। তিন কার্যদিবস পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। যার কারণে আজ (২৫ সেপ্টেম্বর) এ খাতের ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বীমা খাতের মোট ৪৭টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬টির বা ৭৭ শতাংশের শেয়ার দর বেড়েছে এবং ১১টির বা ২৩ শতাংশের শেয়ার দর কমেছে। বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর এদিন ২০.১০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩.১০ টাকা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের।

এছাড়া নিটল ইন্স্যুরেন্সের ২.৯০ টাকা; পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৮০ টাকা; ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.১০ টাকা; ডেল্টা ইন্স্যুরেন্সের ২ টাকা; রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৭০ টাকা; ফিনিক্স ইন্স্যুরেন্সের ১.৬০ টাকা; গেøাবাল ইন্স্যুরেন্সের ১.৪০ টাকা; ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৩০ টাকা; প্রগতি ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১.২০ টাকা করে;

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১ টাকা করে; ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ০.৮০ টাকা করে; মার্কেন্টাইল ও রূপালী ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা করে; প্রভাতী ইন্স্যুরেন্সের ০.৬০ টাকা; পূরবী জেনারেল ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ০.৫০ টাকা করে; অগ্রণী, এশিয়া প্যাসিফিক, গ্রীণডেল্টা, সন্ধানী ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা করে; পপুলার, কন্টিনেন্টাল ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ০.৩০ টাকা করে;

স্ট্যান্ডার্ড ও প্রাইম ইন্স্যুরেন্সের ০.২০ টাকা করে এবং ফেডারেল ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা কমেছে। এছাড়া প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১.৮০ টাকা; প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১.৪০ টাকা;

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা; এশিয়া ইন্স্যুরেন্সের ০.৫০ টাকা; কর্ণফুলি ও তাকাফুল ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা করে; পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ০.২০ টাকা এবং সানলাইফ, নর্দার্ণ জেনারেল ও ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।