Dividends-1দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৮ কোম্পানি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো : এসিআই, এসিআই ফর্মূলেশনস, অলটেক্স, জাহিন স্পিনিং, সাইফ পাওয়ারটেক, নাহি অ্যালুমিনিয়াম, সিভিও পেট্রোকেমিক্যাল, ফু ওয়াং ফুড, আরামিট সিমেন্ট, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সিমটেক্স, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, প্যাসিফিক ডেনিমস, রেনউইক যজ্ঞেশ্বর, জিলবাংলা সুগার, আরামিট, ফার কেমিক্যাল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এমএল ডাইং, ভিএফএস থ্রেড ডাইং, আজিজ পাইপস, সিনোবাংলা, দেশ গার্মেন্টস, প্রিমিয়ার সিমেন্ট, শ্যামপুর সুগার, শাশা ডেনিমস,

ন্যাশনাল ফিড মিলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক্স, শাইনপুকুর সিরামিক, আল-হাজ্ব টেক্সটাইল, এএফসি এগ্রো, একটিভ ফাইন, সোনারগাঁও টেক্সটাইল, আফতাব অটো, বেঙ্গল উইন্ডসোর থার্মো প্লাস্টিক, নাভানা সিএনজি, আমান ফিড, আমান কটন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, দুলামিয়া কটন এবং মোশাররফ হোসাইন স্পিনিং মিলস।

কোম্পানিগুলোর মধ্যে এসিআইয়ের ২৫ অক্টোবর বিকাল ৪টায়, এসিআই ফর্মূলেশনসের ২৫ অক্টোবর বিকাল পৌনে ৩টায়, অলটেক্সের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, জাহিন স্পিনিংয়ের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, সাইফ পাওয়ারটেকের ২৭ অক্টোবর সকাল ১০টায়, নাহি অ্যালুমিনিয়ামের ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, সিভিও পেট্রোকেমিক্যালের ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ফু ওয়াং ফুডের ২৮ অক্টোবর বিকাল ৪টায়, আরামিট সিমেন্টের ২৮ অক্টোবর বিকাল ৪টায়,

রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ২৮ অক্টোবর বিকাল ৪টায়, সিমটেক্সের ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায়, এপেক্স স্পিনিংয়ের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, এপেক্স ফুডসের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, প্যাসিফিক ডেনিমসের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় রেনউইক যজ্ঞেশ্বরের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, জিলবাংলা সুগারের ২৮ অক্টোবর বিকাল ৩টায়,

আরামিটের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, ফার কেমিক্যালের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, মেঘনা কনডেন্সড মিল্কের ২৮ অক্টোবর বিকাল ২.৩৫টায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ২৭ অক্টোবর বেলা ১১টায়, এমএল ডাইংয়ের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, আজিজ পাইপসের ২৮ অক্টোবর বিকাল ২.৩৫টায়, সিনোবাংলার ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়,

দেশ গার্মেন্টসের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, শ্যামপুর সুগারের ২৮ অক্টোবর বিকাল ২.৩৫টায়, শাশা ডেনিমসের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, ন্যাশনাল ফিড মিলসের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, বেক্সিমকো ফার্মার ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, বেক্সিমকো লিমিটেডের ২৫ অক্টোবর বিকাল ৪টায়, বেক্সিমকো সিনথেটিক্সের ২৫ অক্টোবর বিকাল ৫টায়,

শাইনপুকুর সিরামিকের ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, আল-হাজ্ব টেক্সটাইলের ২৭ অক্টোবর বেলা ১১টায়, এএফসি এগ্রোর ২৭ অক্টোবর বেলা ১১টায়, একটিভ ফাইনের ২৭ অক্টোবর সকাল ১০টায়, সোনারগাঁও টেক্সটাইলের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, আফতাব অটোর ২৮ অক্টোবর বিকাল পৌনে ৩টায়, বেঙ্গল উইন্ডসোর থার্মো প্লাস্টিকের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, নাভানা সিএনজির ২৮ অক্টোবর বিকাল ৪টায়, আমান ফিডের ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায়,

আমান কটনের ২৮ অক্টোবর বিকাল ৫টায়, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ২৫ অক্টোবর বিকাল ৪টায়, দুলামিয়া কটনের ২৫ অক্টোবর বিকাল ৩টায়, রংপুর ফাউন্ড্রির ২৭ অক্টোবর বিকাল ৪টায়, সাফকো স্পিনিংয়ের ২৮ অক্টোবর বিকাল ৫টায় এবং মোশাররফ হোসাইন স্পিনিং মিলসের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।