waltonদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে আসছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। দেশে ইলেকট্রনিক খাতের শীর্ষ কোম্পানি পুঁজিবাজারে আসছে। বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়ালটন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ ও এয়ার কন্ডিশনারে যুক্ত হতে যাচ্ছে নতুন নতুন মডেল। একই সঙ্গে কম্প্রেসার, কম্পিউটার মাদারবোর্ড ও মোবাইল ফোনের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৯ সালে প্রযুক্তি পণ্য উৎপাদন খাতে নতুন দিগন্তের সূচনা করতে চায় বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন।

আশরাফুল আলম আরো জানান, বর্তমানে সারা বিশ্বে কয়েক শ ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটনের অবস্থান ১৭তম। ওয়ালটনের লক্ষ্য ২০২০ সালের মধ্যে সেরা ১০টি ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসা এবং বার্ষিক ৪০ লাখ ফ্রিজ উৎপাদন করা। গত বছর ২০১৫ সালের তুলনায় ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। তেমনি কোম্পানির আরো পরিধি আরো বাড়ানোর জন্য আমরা পুঁজিবাজারে আসতে চাই।

সূত্র জানিয়েছে, বুক বিল্ডিং পদ্ধতির আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে কোম্পানিটি রোড শো করবে। তারপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানানো হবে।

উল্লেখ, রোড শো হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিকচিত্র ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার জন্য আয়োজিত অনুষ্ঠান।এ অনুষ্ঠানে অংশ নিতে বিধি অনুসারে ‘যোগ‌্য’ সব প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়।সেখানে কোম্পানির পক্ষ থেকে পরিচিতি,আর্থিকচিত্র ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। সম্ভাব্য বিনিয়োগকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। রোড শো’তে ইস্যু ম্যানেজারও বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে থাকে।