Banglar-Joyjatraদেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি)বড় ধরনের নীতি সহায়তা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বিএসসিকে ৬টি জাহাজ কেনার ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে সংস্থাটি। এর ফলে কোম্পানিটির ৩শ কোটি টাকা সাশ্রয় হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, মঙ্গলবার এনবিআর ভ্যাট অব্যাহতি সংক্রান্ত বিএসসির ৬টি আবেদনে সম্মতি দিয়েছে।এর ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিকে আলোচিত জাহাজগুলো কেনার জন্য কোনো ভ্যাট দিতে হবে না।

উল্লেখ,সমুদ্রপথে পণ্য পরিবহনে দেশের সক্ষমতা বাড়ানো এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে চলতি বছরের জুন মাসে সমুদ্রগামী সাহাজ আমদানিতে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্দেশ্যে শর্তসাপেক্ষে জাহাজ আমদানিকে ভ্যাটমুক্ত ঘোষণা করা হয়।

শর্ত অনুসারে,ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট জাহাজের পণ্য পরিবহণ সক্ষমতা হতে হবে কমপক্ষে ৫ হাজার ডিডব্লিউটি।অন্যদিকে ওই জাহাজের বয়স হতে হবে ২২ বছরের চেয়ে কম। অর্থাৎ জাহাজটি ২২ বছরের চেয়ে বেশি পুরনো হলে ভ্যাট অব্যাহতি সুবিধা পাওয়া যাবে না।

বিএসসি গত ৩০ জুলাই ৬ টি জাহাজ আমদানির ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার জন্য এনবিআরের কাছে আবেদন জানায়। ওই আবেদন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এনবিআর প্রতিষ্ঠানটিকে ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ,প্রায় ২৭ বছর পর বিএসসি নতুন জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে।এর প্রেক্ষিতে সরকার টু সরকার চুক্তির আওতায় চিন থেকে ৬টি জাহাজ কেনা হচ্ছে। চিনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড জাহাজগুলো নির্মাণ করছে। ইতোমধ্যে ‘বাংলার জয়যাত্রা’নামে একটি জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়েছে।বাকি জাহাজগুলোর নাম হচ্ছে-বাংলার অগ্রযাত্রা,বাংলার সমৃদ্ধি, বাংলার অগ্রদূত, বাংলার অর্জন ও বাংলার অগ্রগতি।