KPCLদেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি সপ্তাহে খুলনা পাওয়ারের লেনদেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবে গত ৭ নভেম্বর খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। তবে খুলনা পাওয়ার লিমিটেডের উদ্যোক্তার শেয়ার বিক্রির এক ঘোষণা পুঁজিবাজারে তোলপাড় সৃষ্টি করেছে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এটিই একক ঘোষণায় বড় অঙ্কের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘটনা। গত ৪ অক্টোবর ক্ম্পোানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান সামিট করপোরেশন পাবলিক মার্কেটে ১ কোটি ৮০ লাখ (কেপিসিএলের ৫ শতাংশ) শেয়ার বিক্রির ঘোষণা দেয়।

এরপর থেকে কোম্পানিটির শেয়ার দরে অস্বাভাবিক পতন নেমে আসে। এমনকি কোম্পানিটির অস্বাভাবিক দরপতন গোটা বাজারকেই নেতিবাচক পথে নিয়ে যায়। এমনি অবস্থায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ৭ অক্টোবর (বুধবার) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয়। এরপর বিষয়টি নিয়ে বাজার সংশ্লিষ্টরা সমালোচনায় মুখর হয়ে উঠেন।

ডিএসই এবং ব্রোকারস এসোসিয়েশনের নেতারা ক্ষোভ প্রকাশ করে উদ্যোক্তা শেয়ার বিক্রির উপর নিয়ন্ত্রণ আরোপের জোর দাবি তোলেন। এক পর্যায়ে ডিএসই কর্তৃপক্ষ জানায়, সামিটের পক্ষ থেকে যদি আগের ঘোষণা সংশোধন করে পাবলিক মার্কেটের পরিবর্তে বøক মার্কেটে বিক্রির ঘোষণা দেয়, তাহলেই খুলনা পাওয়ারের লেনদেনের ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হবে।

এদিকে, সামিটের এত বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা নিয়ন্ত্রক সংস্থাও ভালোভাবে নেয়নি। তবে ওই করপোরেট উদ্যোক্তা ব্লকে বিক্রয় করতে চাইলেই খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন আবার চালু হতে পারে।

গত ৪ নভেম্বর খুলনা পাওয়ারের ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২৩৫টি শেয়ার বিক্রির ঘোষণা দেয় কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা সামিট করপোরেশন। তবে শেয়ারবাজারের বর্তমান অবস্থায় এতো বড় বিক্রয় চাপ নেওয়ার সক্ষমতা নেই। যে কারনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ৯ ধারার ৭ উপধারা ও ডিএসই লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫০ (১) অনুযায়ি, খুলনা পাওয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সামিট করপোরেশনের ঘোষিত শেয়ারগুলো ব্লকে বিক্রয় করার শর্তে খুলনা পাওয়ারের লেনদেন চালু হবে। এক্ষেত্রে ব্লকে বিক্রয় করা হবে জানিয়ে ডিএসইকে চিঠি দিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সবুজ সংকেত রয়েছে। এছাড়া ডিএসই রাজি রয়েছে।

খুলনা পাওয়ারের সচিব সোহরাব আলী খান বলেন, সামিট করপোরেশন কর্তৃপক্ষ খুলনা পাওয়ারের লেনদেন স্থগিতের বিষয়টি সমাধান করতে চায়। এলক্ষ্যে ব্লকে শেয়ার বিক্রয় করবে জানিয়ে তারা ডিএসইতে চিঠি পাঠাবে। যা রবিবার (১১ নভেম্বর) পাঠানোর সম্ভাবনা রয়েছে।