DSEদেশ প্রতিক্ষণ, ঢাকা: ‌চীনা বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির। চীনের শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির সঙ্গে দেশের ১০ কোম্পানির যৌথ ব্যবসা করার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনার পর কোম্পানিগুলো ব্যবসা পরিকল্পনা এগিয়ে নিতে আবারও বৈঠক করবে। জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্নিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক সৃষ্টির এমন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত অক্টোবরের শেষদিকে ঢাকায় দুই দেশের উদ্যোক্তা ও শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। ডিএসইর কৌশলগত অংশীদার হিসেবে চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ কাজ শুরুর পরই এমন উদ্যোগ নেওয়া হয়।

বৈঠকে কৃষি, বিদ্যুৎ, অবকাঠামো, প্রকৌশলসহ কয়েকটি খাতের কোম্পানি নিজেদের মধ্যে নতুন ব্যবসার সম্পর্ক সৃষ্টির সুযোগ নিয়ে আলোচনা করে। ডিএসইর কর্মকর্তারা বলেন, চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক দিন ধরেই এ দেশে যৌথভাবে ব্যবসা পরিচালনা করছে। এটিকে নতুন মাত্রা দিতে এবং আরও বেশি ব্যবসার উদ্যোগ সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬০ বছর পূর্তির অংশ হিসেবে প্রথমবারের মতো দুই দেশের উদ্যোক্তাদের বৈঠকের আয়োজন করা হয়। চীনা ব্যবসায়ীদের আনতে সহায়তা করছে সেনজেন স্টক এক্সচেঞ্জ। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান।

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশি কোম্পানিগুলো হলো- এএমসিএল (প্রাণ), কেডিএস এক্সেসরিজ, বারাকা পাওয়ার, শাশা ডেনিম, শাহজীবাজার পাওয়ার, এনার্জি প্যাক, কাজী ফার্মস, স্প্যারো, সাকো ইন্টারন্যাশনাল ও আব্দুল মোনেম গ্রুপ। সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ডও বৈঠকে অংশ নেয়। এর মধ্যে প্রথম পাঁচটি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।