agm lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে:

১৫ ডিসেম্বর: রেনেটার এজিএম মিরপুর-৭ এর করপোরেট হেড কোয়াটার চত্ত্বরে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ইমাম বাটনের এজিএম চট্টগামে কোম্পানির কারখানা চত্ত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মিরাকল ইন্ডাস্ট্রিজের এজিএম গাজীপুরের শ্রীপুরে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ফ্যামিলি টেক্সের এজিএম চট্টগ্রামের রেশমী কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। গোল্ডেন সনের এজিএম চট্টগ্রামে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। লিগাসি ফুটওয়ারের এজিএম গাজীপুরের মৌচাকে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর: মেট্রো স্পিনিংয়ের এজিএম আশুলিয়ায় কোম্পানির কারখানা চত্ত্বরে সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। স্টাইল ক্রাফটের এজিএম গুলশান ১ স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আরএসআরএমের এজিএম পতেঙ্গার শাহিন গল্ফ ক্লাবে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিডিকম অনলাইনের এজিএম ধানমন্ডির এএমএম কনভেনশন সেন্টারে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।

১৮ ডিসেম্বর: সায়হাম টেক্সটাইলের এজিএম হবিগঞ্জে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। সায়হাম কটনের এজিএম হবিগঞ্জে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। দেশ গার্মেন্টসের এজিএম কাকরাইলের আইডিইবি ভবনে বেলা ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরামিটের এজিএম চিটাগাং ক্লাবে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। আরামিট সিমেন্টের এজিএম চিটাগাং ক্লাবে বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টিউবসের এজিএম গাজীপুরের টঙ্গীতে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এমএল ডাইংয়ের এজিএম ময়মনসিংহের ভালুকায় তেপান্তর হোটেলে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর: শেফার্ড ইন্ডাস্ট্রিজের এজিএম বারিধারার ডিওএইচএস কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ইফাদ অটোসের এজিএম পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। বসুন্ধরা পেপার মিলের এজিএম বসুন্ধরা কনভেশন সিটির রাজদর্শন হলে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

জিপিএইচ ইস্পাতের এজিএম চিটাগাং ক্লাবে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। শাশা ডেনিমসের এজিএম ঢাকা ক্যান্টেমেন্টর পুরান ট্রাস্ট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। গোল্ডেন হারভেস্ট এগ্রোর এজিএম গাজীপুরে কোম্পানির কারখানা চত্ত্বরে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার সিমেন্টের এজিএম চিটাগাং ক্লাবে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সোনারগাঁও টেক্সটাইলের এজিএম বরিশাল ক্লাবে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। হা-ওয়েল টেক্সটাইলের এজিএম গুলশান ১ স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আমান ফিডের এজিএম সিরাজগঞ্জে কোম্পানির কারখানা চত্ত্বরে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কাট্টালি টেক্সটাইলের এজিএম চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

২০ ডিসেম্বর: স্যালভো কেমিক্যালের এজিএম মতিঝিলের এজিবি কলোনীতে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিতে হবে। এনভয় টেক্সটাইলের এজিএম পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। স্কয়ার টেক্সটাইলের এজিএম ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

স্কয়ার ফার্মার এজিএম ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। আনলিমা ইয়ার্নের এজিএম ঢাকার কামারপাড়ায় কোম্পানির কারখানা চত্ত্বরে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। সিভিও পেট্রোকেমিক্যালের এজিএম কাঠালগঞ্জের করপোরেট অফিস চত্ত্বরে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। তিতাস গ্যাসের এজিএম ঢাকা অফিসার্স ক্লাবে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল পলিমারের এজিএম গাজীপুরের ফকরুদ্দিন অ্যান্ড সনস কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। অ্যাপেক্স স্পিনিংয়ের এজিএম গুলশান ১ স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। অ্যাপেক্স ফুডসের এজিএম গুলশান ১ স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। নুরানী ডাইংয়ের এজিএম পেনিনসুলা চিটাগাংয়ে বেলা ১১টা অনুষ্ঠিত হবে। ফরচুন সুজের এজিএম বরিশাল ক্লাবে বেলা ১১টা অনুষ্ঠিত হবে।  অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এজিএম নারায়ণগঞ্জে কোম্পানির ব্যাটারি কারখানায় সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

ওয়াইম্যাক্সের এজিএম মোহাম্মদপুরের নবদয় কনভেনশন সেন্টারে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এসকে ট্রিমসের এজিএম উত্তরার হোটেল সি সেলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। খান ব্রাদার্সের এজিএম মালিবাগের কেবিজি টাওয়ারে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ফু-ওয়াং সিরামিকের এজিএম গুলশান ১ স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। ওয়াটা কেমিক্যালের এজিএম পল্টনের ফার্স হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।