towthদেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি মাসের ২০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদের ২৬৮ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ডিএমপি নিউজ সূত্রে এ খবর জানা যায়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জনাব তোহিদুল ইসলাম রয়েছেন। তিনি কাউন্টার টেররোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ছিলেন। পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার পরিচয় দিয়ে ইতোমধ্যে পুলিশের এ মেধাবী কর্মকর্তা বেশ সুনাম অর্জন করেছেন।

তোহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ৩১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন । বেসিক প্রশিক্ষণ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে এবং পরবর্তীতে তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট – কাউন্টার টেরোরিজম বিভাগে যোগ দান করেন।

জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদান রাখায় তিনি গত বছর বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম (সাহসিকতা) অর্জন করেন।