DSEদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ২০১৮ সালের লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। গত বছর কোম্পানিটি মোট ৪৩ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১১৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৪ হাজার ৪০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ৮২২ টাকা।

যা মোট লেনদেনের ৩.০৩ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানি লিমিটেড। গত বছর কোম্পানির মোট ১৪ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩ হাজার ৮৯৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩২২ টাকা। যা মোট লেনদেনের ২.৯২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত বছর কোম্পানির মোট ১১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ১৫৬ টাকা। যা মোট লেনদেনের ২.৪৭ শতাংশ। এছাড়া চতুর্থ স্থানে থাকা গ্রামীণফোন গত বছর মোট ৬ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৪২৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৯৭১ কোটি ২২ লাখ ১৫ হাজার ২০২ টাকা। যা মোট লেনদেনের ২.২৩ শতাংশ।

পঞ্চম স্থানে থাকা বিবিএস ক্যাবলস গত বছর মোট ২৭ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৮৬৬ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৮৮ টাকা। যা মোট লেনদেনের ২.১৫ শতাংশ। ৬ষ্ঠ স্থানে থাকা ইফাদ অটোস গত বছর মোট ২২ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৩২০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৭১৮ কোটি ৪ লাখ ১৫ হাজার ৮৩০ টাকা। যা মোট লেনদেনের ২.০৪ শতাংশ।

৭ম স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড গত বছর মোট ৯১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ৫৭৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৪৯৭ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৫৯২ টাকা। যা মোট লেনদেনের ১.৮৭ শতাংশ।

৮ম স্থানে থাকা ব্রাক ব্যাংক গত বছর মোট ২৮ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৩০২ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার ৩০১ টাকা। যা মোট লেনদেনের ১.৮৭ শতাংশ।

৯ম স্থানে থাকা মুন্নু সিরামিক গত বছর মোট ১০ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ১৭২ কোটি ৭২ লাখ ৮৩ হাজার ৮৪৯ টাকা। যা মোট লেনদেনের ১.৬৩ শতাংশ। আর ১০ স্থানে থাকা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং গত বছর মোট ৬৯ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৩৩৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৮৫৮ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৬৫৮ টাকা। যা মোট লেনদেনের ১.৩৯ শতাংশ।