Hakkani-Pulp-Paper-Logoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প এ্যান্ড পেপারের টিস্যু ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র বলছে, কোম্পানির পরিচালনা পর্ষদ মঙ্গলবার থেকে টিস্যু ইউনিটের উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বলা হয়েছিল কোম্পানির টিস্যু ইউনিটের কার্যক্রম উৎপাদনের জন্য প্রস্তুত।

পাশাপাশি পরীক্ষামূলক উৎপাদনও শুরু করা হয়েছিল। আর থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হলো। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ পয়সা। আর সম্পদ মূল্যায়ন করে শেয়ার প্রত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৪৩ পয়সা।