ss-steelদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান এসএস স্টিল লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির লেনদেন কাল বৃহস্পতিবার শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছিল ৫ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ছিল ২৭ পয়সা।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলন করেছে। বাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।