চট্টগ্রাম ব্যুরো, দেশ প্রতিক্ষণ: শনিবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চার কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুসারে তৈরি প্রশ্নপত্রে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ঘটনা ঘটেছে। কেন্দ্র চারটি হলো: পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় । সারা দেশে শনিবার একযোগে শুরু এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষা ২০১৬, ২০১৮, ২০১৯ সালের সিলেবাস অনুসারে হওয়ার কথা। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের ভুলে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন নিয়মিতদের দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের বলেছি, কতজন শিক্ষার্থীদের এ রকম প্রশ্নপত্র দেওয়া হয়েছে তথ্য জানাতে।

তিনি জানান, এতে পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতি না হয় সে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থটাই দেখা হবে। কেন্দ্র সচিবদের ভুল শিক্ষার্থীরা বহন করবে না। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষার্থী তীর্থ চক্রবর্ত্তী জানান, মিউনিসিপ্যাল স্কুলে তাদের পরীক্ষাকেন্দ্র ছিল, পরীক্ষা শেষে তারা চার বন্ধু মিলে বাংলা ১ম পত্র ‘খ’ সেটের প্রশ্ন মিলাচ্ছিল এ সময় তাদের এক বন্ধু সৃজন বড়ুয়ার ‘খ’ সেটের প্রশ্ন তাদের তিন বন্ধুর প্রশ্নের সঙ্গে মিলছে না দেখে কান্না শুরু করে, পরে বন্ধুরা দেখে সৃজনের প্রশ্ন ২০১৮ সালের।