দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫১ তম সদস্য এস.বি. সিকিউরিটিজের নাম পরিবর্তন হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম এলিগেন্ট স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এস.বি. সিকিউরিটিজটি দেশের অন্যতম শিল্প গ্রুপ এলিগেন্ট কিনে নেওয়ার পর, গ্রুপটির নামে নাম করণ করা হয়েছে। নাম পরিবর্তনের বিষয়টি গত ৮ জানুয়ারি অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নাম পরিবর্তন অনুমোদনের পর থেকেই নতুন নামে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র মতে, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। সময়ের সাথে সাথে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আছে তাদের।

দেশের অন্যতম এই গ্রুপটি ১৯৯৫ সালে ব্যবসা শুরু করে বর্তমানে একাধিক খাতে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। পুঁজিবাজারেও তারা সেই সফলতার ছাপ রাখতে চায়। গ্রুপটি বর্তমানে গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেলস, স্পিনিং অ্যান্ড টেক্সটাইল, ফিন্যান্সিয়াল সার্ভিস, রিয়েলস্টেট অ্যান্ড প্রপার্টি, ফ্রেইট অ্যান্ড ট্রান্সপোটেশন, পাওয়ার অ্যান্ড এনার্জি, হসপিটালিটি এবং রিটেইল অ্যান্ড ট্রেডিং ব্যবসায় সুনামের সথে পরিচালনা করছে। ২০১৭ সালে তারা ডিএসইর সদস্য পদ গ্রহণ করে।

পরবর্তীতে ২০১৭ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন তরফদার জাহাঙ্গির আলম, এফসিএ, এসিএস।