দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন হতে শুক্রবার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। বিপিএলের গত আসরে শিরোপা হাতছাড়া হয় সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের। ফাইনলে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় তারা।

এবার সেই হারের লোকসান পুষিয়ে নিতে মরিয়া স্বাগতিক দল।এবার ঢাকার দলে রয়েছে একঝাঁক তারকা অলরাউন্ডার। কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনিল নারাইনরা ব্যাটিংয়ে যেমন বোলারদের মাঠের বাইরে পাঠাতে পারেন, তেমন বোলিংয়ে ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাতে দায়িত্ব কাঁধে নিয়ে নিতে পারেন। তাদের দলনেতা সাকিব আল হাসানও তাই।

ব্যাট হাতে ফর্মের চূড়ায় আছেন স্বাগতিক ব্যাটসম্যান রনি তালুকদার ও নুরুল হাসান সোহান। পেস বোলিংয়ে মাঠ কাঁপাচ্ছেন রুবেল হোসেন ও কাপাচ্ছেন। লংকান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা যোগ দেয়ায় ওপেনিং সমস্যাও কেটে গেছে ডায়নামাইটসদের। সব মিলিয়ে ব্যালান্সড টিম এখন সাকিব বাহিনী। বিপিএলের চলতি আসরের শুরুতেই দাপট ছিল ঢাকার।কিন্তু মাঝপথে তারা কিছুটা খেই হারিয়ে ফেলে। পরে আবার ছন্দ ফিরে পায়। দুই কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

তুলনামূলক ভাবে ট্রফির যোগ্য দাবিদার ঢাকা। বিপিএল ইতিহাসও তাই বলে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচ আসরের তিনবারই চ্যাম্পিয়ন তারা। ঢাকা গ্ল্যাডিয়েটর্স হিসেবে শিরোপা জিতেছে দুইবার। আর ঢাকা ডায়নামাইটস নামে একবার।

তবে প্রতিপক্ষ কুমিল্লা বলেই কিছুটা শংকা থাকছে ঢাকার। শিরোপা ফিরে পেতে মরিয়া ভিক্টোরিয়ানসরা। তারা সবশেষ শিরোপা ঘরে তোলে ২০১৫ সালে। দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে তারা। কোয়ালিফায়ারের গণ্ডি অতিক্রম করতে হয়নি তাদের। এখন পর্যন্ত পারফরম্যান্স বিচারে শিরোপার পুরো দাবিদার ইমরুল বাহিনী।

বিপিএলের এবারের আসরের ফর্মের তুঙ্গে আছে কুমিল্লা।কেননা তারকা অলরাউন্ডারও আছে তাদের দলে।আছেন শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ব্যাট-বল হাতে আলো ছড়ানো ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন তামিম ইকবাল, এভিন লুইস, শামসুর রহমান, এনামুল হক, ইমরুল কায়েসরা। নিজেদের দিনে তারা যেকোনো প্রতিপক্ষের দুর্গ ভেঙে দিতে প্রস্তুত।

সবমিলিয়ে ফাইনাল ম্যাচটি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়। যুদ্ধ হবে সেয়ানে-সেয়ানে দেশের ক্রিকেট বিশ্লেষকরা তাই ভাবছেন। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।