দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সাফকো স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর আগে সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ২০.৩০ টাকায়। আর সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৪.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ১৮.৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ১১.৯৯ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ১১.৩৮ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১০.২১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭.৯৩ শতাংশ, বিডিকম অনলাইনের ৭.৫৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৭.০৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর এক সপ্তাহে ৬.৭৭ শতাংশ বেড়েছে।