দেশ প্রতিক্ষণ, ঢাকা: নতুন সরকার গঠনের এক মাসের মাথায় পুঁজিবাজার অস্থিতিরতার নেপেথ্যে কারা এ প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে। সরকারের নানা আন্তরিকতার ফলে বাজার স্থিতিশীল হচ্ছে না। বরং বাজার আজ ভাল তো কাল খারাপ। এ অবস্থার মধ্যে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে।

২০১৯ সালের শুরুতে বাজার চাঙ্গাভাব শুরু হলেও ১ মাসের মাথায় টানা দরপতন শুরু হয়। দরপতনের নেপেথ্যে মুন্নু সিরামিক ও মুন্নু স্ট্যাফলার্স কারসাজি বলে সাধারন বিনিয়োগকারীরা মনে করেন। চলতি সপ্তাহের তিন কার্যদিবসই কোম্পানি দুটির শেয়ার ক্রেতাশুন্য রয়েছে।

তিন কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ারদর হারিয়েছে প্রায় চারভাগের একভাগ। কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন মহা আতঙ্ক বিরাজ করছে। কোম্পানি দুটির শেয়ারদর অস্বাভাবিক পতনের কোন কারণ জানাতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কিংবা কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

উভয় স্টক এক্সচেঞ্জ বলছে, কোম্পানি দুটির শেয়ার দরে অস্বাভাবিক পতন নেমে আসার কোন কারণ তাদের কাছে জানা নেই। অন্যদিকে কোম্পানিগুলো কর্তৃপক্ষ বলছে, কোন কারণ ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দরে বিপর্যয় দেখা দিয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের তথাকথিত কিছু বড় বিনিয়োগকারী যোগসাজস করে কোম্পানি দুটির শেয়ার দরে বড় বিপর্য়য় ঘটিয়েছে। বাজারকে অস্থির করার পেছনেও এসব বিনিয়োগকারীর হাত রয়েছে বলে তারা মনে করেন। বাজারের স্থিতিশীলতার স্বার্থে এসব অশুভ কারসাজি চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তাঁরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার মুন্নু সিরামিকের উদ্বোধনী দর ছিল ৩৩৪.১০ টাকা। সেদিন থেকে কোম্পানিটির শেয়ার ক্রেতা সংকটের কবলে পড়ে। সোমবার কোম্পানিটি ৩০৫.৩০ টাকায় ক্রেতাশুন্য হয়ে পড়ে। দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দিনভর এটি পতনে থাকে এবং দিনশেষে ২৭৯.৬০ টাকায় ক্রেতা সংকটে থাকে।

গত বুধবার কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও দিনশেষে ক্রেতা সংকটের দ্বারপ্রান্তে লেনদেন হতে দেখা যায়। দিনশেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৫৬.৪০ টাকা। এতে দেখা যায়, গত তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর হারায় ৭৭.৭০ টাকা ২৩.২৫ শতাংশ। এর আগে গত ৩ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৪১.৩০ টাকা। গত দেড় মাসে কোম্পানিটির শেয়ারদর হারিয়েছে ১৮৪.৯০ টাকা বা ৪১.৮৯ শতাংশ।

অন্যদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার মুন্নু স্টার্ফলারের উদ্বোধনী দর ছিল ১৪৪৩.৫০ টাকা। সেদিন থেকে কোম্পানিটির শেয়ার ক্রেতা সংকটের কবলে পড়ে। সোমবার এটি ১৩৬৭ টাকায় ক্রেতাশুন্য হয়ে পড়ে। দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার এটি ১২৮৩.৯০ টাকায় ক্রেতা সংকটে থাকে। গত বুধবার দিনশেষে এর দর দাঁড়ায় ১২০৩.৮০ টাকা। এতে দেখা যায়, গত তিন কার্যদিবসে কোম্পানিটির দর হারায় ২৩৯.৭০ টাকা বা ১৬.৬০ শতাংশ।