দেশ প্রতিক্ষণ, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগে ইতিবাচক ধারা দেখা গেছে। স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তলানিতে নেমে এলেও বিদেশিদের নিট বিনিয়োগ বাড়তে দেখা গেছে। তারা বাজারে শেয়ার বিক্রির চেয়ে বেশি পরিমাণে কিনছে। বাজারের লেনদেন বিশ্লেষণ করে এমনটি জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয় হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৩৭ কোম্পানিতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ রয়েছে। এর মধ্যে ব্যাংকে ২৪টি, আর্থিকখাতে ১৪টি, ইঞ্জিনিয়ারিং খাতে ১১টি, ওষুধে ১২টি, জ্বালানীতে ১০টি, সিমেন্ট ও সিরামিকে ৮টি, মিউচ্যুয়াল ফান্ডের ১৫টি, বস্ত্রখাতে ১৫টি উল্লেখযোগ্য। তবে কয়েকটি কোম্পানিতে তুলনামূলক বেশি বিনিয়োগ করেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। তালিকাভুক্ত কোম্পানিতে বিদেশি বিনিয়োগের সর্বশেষ এমনই চিত্র উঠে এসেছে।

বিদেশিদের পোর্টফোলিওতে শেয়ারধারণের হার বিবেচনায় সবার ওপরে আছে ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)। কোম্পানিটির মোট শেয়ারের ৪২ দশমিক ৮৬ শতাংশই বিদেশিদের হাতে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই কোম্পানিতে বিদেশিদের শেয়ারধারণ রয়েছে ৪২.৭০ শতাংশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে মোট শেয়ারের ৩৯.৮৪ শতাংশ।

এছাড়া বেক্সিমকো ফার্মাতে ৩৮.৫৬ শতাংশ, ইসলামী ব্যাংকে ২৪.১৫ শতাংশ, রেনেটাতে ২২.৩৭ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজে ২০.৫২ শতাংশ, বিএসআরএম লিমিটেডে ১৭.২৮ শংতাশ, স্কয়ার ফার্মাতে ২০.৩৪ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইলে ১৬.৯০ শতাংশ, আমরা নেটওয়ার্কে ১৬.০৩ শতাংশ, বিএটিবিসিতে ১৫.১৬ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সে ১৩.৭২ শতাংশ, এমএল ডাইংয়ে ২১.৮৯ শতাংশ এবং সিটি ব্যাংকে ১২.৪৭ শতাংশ বিনিয়োগ রয়েছে বিদেশিদের।

এদিকে পুঁজিবাজারে বিদেশিদের পোর্টফোলিও বিনিয়োগ মার্চ মাসে কমেছে। চলতি বছরের মার্চ মাস শেষে বিদেশি পোর্টফোলিওতে বিক্রির পরিমাণ ছিল বেশি। আলোচ্য সময়ে কেনার চেয়ে ১২৩ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা। আলোচ্য মাসে বিদেশিরা ৩৭৫ কোটি টাকার শেয়ার কিনেছেন।

আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ৪৯৮ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে ১২৩ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন। আলোচ্য মাসে বিদেশিদের পোর্টফোলিওতে মোট ৮৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা এর আগের মাসে লেনদেন ছিল ৮৫১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ বেড়েছে ২২ কোটি টাকা। গত ফেব্রæয়ারি মাসে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছিল ৩২৩ কোটি টাকা।

ওই মাসে বিদেশিরা ৫৮৭ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ২৬৩ কোটি ৯৭ লাখ টাকা। আর জানুয়ারি মাসে নিট বিনিয়োগ ছিল ১৭৫ কোটি ২৯ লাখ টাকা।