দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সোমবার বিএসইসি ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতি ও সঙ্কট সমাধানে বিএসইসির সাথে বসবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কয়েকদিন অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় পুঁজিবাজার বিষয়ে সরাসরি কোন কথা বলতে পারেননি। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়েই আগামীকাল পবিত্র শবে বরাতের ছুটির দিনেও অর্থমন্ত্রী বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

কিভাবে পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোন সমস্যা দূর করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়গুলো আগামীকালকের বৈঠকে উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৈহিদুল ইসলাম বলেন, আগামীকাল বেলা ৩ টায় অর্থমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তকর্তারা বিএসইসি ভবনে বৈঠকে মিলিত হবেন।