দেশ প্রতিক্ষণ, ঢাকা: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ১৪ হাজার ৩৯০টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৮ লাখ টাকার ফরচুর সুজের এবং ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের।

এছাড়া এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ৮০ হাজার টাকার, নাভানা সিএনজির ১২ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ১৩ লাখ ৯৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৪০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৭০ হাজার টাকার এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৩০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।