দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে পণ্যের বহুমখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই লক্ষ্যে নতুন তিনটি আইনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে বিএসইসি।

আজ নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইন তিনটি হল- ইনভেস্টমেন্ট সুকুক রুলস, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস রুলস এবং শর্টসেল ২০১৯ এর খসড়া বিধিমালা। আইন তিনটি জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে।

কমিশন জানায়, পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র‌্য এবং শিল্পে অর্থায়ন নিশ্চিত করতে এই বিধিমালাগুলো তৈরি করা হয়েছে। এগুলো কার্যকর হলে পুঁজিবাজারে গভীরতা আসবে।