দেশ প্রতিক্ষণ, ঢাকা:  সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শেষ দিন (১৬ মে) লেনদেন শেষে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১২.৯০ টাকায়। এক সপ্তাহ পর অর্থাৎ ২৩ মে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৮.৪০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৫০ টাকা বা ৪২.৬৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ১৯.৩৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সে ১৮.৯৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১৬.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৬.৪৬ শতাংশ, এসকে ট্রিমসের ১৪.৫৫ শতাংশ,

ইসলামী ইন্স্যুরেন্সের ১৪.৪৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.১৮ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৩.৪৩ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.০২ শতাংশ বেড়েছে।