দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ২০১৯ সালের মুনাফায় শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার প্রতি ৩১.৮৮ টাকা মুনাফা নিয়ে শীর্ষস্থানে রয়েছে রেনেটা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত তিন কোম্পানি রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কো্ম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার দর অব মূল্যায়িত রয়েছে। তবে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মুনাফায় রয়েছে ১৭৬টি কোম্পানি এবং লোকসান গুণছে ৩৮টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফায় থাকা ১৭৬টি কোম্পানির মধ্যে শীর্ষ মুনাফার ১০টি কোম্পানি হলো-রেনেটা লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, ফার্মা এইড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টি, ওয়াটা কেমিক্যাল ও এপেক্স ফুটওয়ার লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার প্রতি ৩১.৮৮ টাকা মুনাফা নিয়ে শীর্ষস্থানে রয়েছে রেনেটা। এরপর রয়েছে মেঘনা পেট্রোলিয়াম ২১.৫৩ টাকা, পদ্মা ওয়েল ১৯.৭২ টাকা, যমুনা ওয়েল ১৫.৭৭ টাকা, ফার্মা এইড ১৩.৪৬ টাকা, ইউনাইটেড পাওয়ার ১২.৮৮ টাকা, স্কয়ার ফার্মা ১১.৯৩ টাকা, ন্যাশনাল টি ৯.৬৭ টাকা, ওয়াটা কেমিক্যাল ৮.৪৫ টাকা এবং এ্যাপেক্স ফুটওয়ার ৮.৩৩ টাকা।

মুনাফার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে মুনাফার প্রবৃদ্ধিতে রয়েছে ওয়াটা কেমিক্যাল ১৮৩.৫৫ শতাংশ, ইউনাইটেড পাওয়ার ৫৩.১৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম ১৮.৮১, ফার্মা এইড ৯.০৭ শতাংশ, পদ্মা ওয়েল ৬.৫৩ শতাংশ, ন্যাশনাল টি ৬.০১ শতাংশ এবং রেনেটা ০.৭৭ শতাংশ।

অন্যদিকে, আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরে মুনাফা কমেছে এ্যাপেক্স ফুটওয়ারের ২৭.০১ শতাংশ, যমুনা ওয়েলের ৮.৭৭ শতাংশ এবং স্কয়ার ফার্মার ০.৫০ শতাংশ।

মুনাফার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে লভ্যাংশের দিক থেকে এগিয়ে রয়েছে রেনেটা, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, ও ইউনাইটেড পাওয়ার। কোম্পানিগুলো শতভাগের বেশি লভ্যাংশ দিয়েছে।

এরমধ্যে গতবছর মেঘনা পেট্রোলিয়াম ১৪০ শতাংশ নগদ, যমুনা ওয়েল ১৩০ শতাংশ নগদ, পদ্মা ওয়েল ১৩০ শতাংশ নগদ, ইউনাইটেড পাওয়ার ১১০ (৯০ নগদ + ২০ বোনাস) ও রেনেটা ১১০ শতাংশ (৯৫ নগদ + ১৫ বোনাস) লভ্যাংশ দিয়েছে।

অন্যদিকে, এ্যাপেক্স ফুটওয়ার ৫৫ শতাংশ নগদ, ফার্মা এইড ৫০ শতাংশ নগদ, স্কয়ার ফার্মা ৪৩ শতাংশ (৩৬ নগদ + ৭ শতাংশ বোনাস), ওয়াটা কেমিক্যাল ৪০ শতাংশ (১০ নগদ + ৩০ শতাংশ বোনাস) এবং ন্যাশনাল টি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, যেসব কোম্পানি মুনাফার প্রবৃদ্ধিতে থাকে, সেসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে। কারণ বছরশেষে সেসব কোম্পানির লভ্যাংশ বাড়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, যেসব কোম্পানি মুনাফায় নেতিবাচক প্রবণতা থাকে, বছরশেষে সেসব কোম্পানির লভ্যাংশ কমে যাওয়ার আশংকা থাকে