দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। অন্যদিকে প্রভাতী ইন্স্যুরেন্সের পাবলিক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালকদের একই সঙ্গে অন্যান্য উদ্যোক্তা পরিচালক মো. বেলাল হোসেন, মোতালেব হোসেন, শেখ কবির হোসেন ও রুহুল আমিন শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক গঙ্গাচরন মালাকারের কাছে মোট ১২ লাখ ৫৯ হাজার ১৬২টি শেয়ার রয়েছে; তা থেকে তিনি পাঁচ লাখ শেয়ার বিক্রি করেছেন। অন্যদিকে একই কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. বেলাল হোসেন তিন লাখ ২০ হাজার, মোতালেব হোসেন এক লাখ, শেখ কবির হোসেন ৫০ হাজার ও মো. রুহুল আমিন ৩০ হাজার শেয়ার কিনেছেন। এর আগে ২৬ জুন শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়।

প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক মমিন আলী নিজ প্রতিষ্ঠানের ৮০ হাজার শেয়ার ক্রয় করবেন। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।