দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ১৪ হাজারশেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২কোটি ৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৩২ লাখশেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০কোটি ৭৮লাখ টাকা। গ্রামীণফোন ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

যার আর্থিক মূল্য ৯ কোটি ২১ লাখটাকা। ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইনান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৪৫লাখ ১৮ হাজারশেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ঢাকা ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ফ্যাস ফিন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, নুরানি ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শাশা ডেনিমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স সিঙ্গারবিডি ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।