দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিদায়ী অর্থবছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৭১ কোটি ৯০ টাকা উত্তোলন করেছে চৌদ্দটি কোম্পানি। যা আগের বছরের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি। এর আগে অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে ১১টি কোম্পানি আইপিও’র মাধ্যমে মোট ৫৪১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করেছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে ৯টি কোম্পানি ও দুটি মিউচ্যুয়াল ফান্ড আইপিওর মাধ্যমে ৫৪১ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে আইসিবি এএমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক এমএফ ও সিএপিএম আইবিবিএল ইসামিক মিউচ্যুয়াল ফান্ড আইপিওর মাধ্যমে ৮০ কোটি টাকা উত্তোলন করেছে।

কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্স লিমিটেড, ওইমেক্স ইলেক্ট্রোড, নাহি এলুমোনিয়াম কম্পোজিট, কুইন সাউথ টেক্সটাইল মিলস, এডভার্ট ফার্মা, ইন্টাকো রিফুলেলিং, বসুন্ধরা পেপার মিলস, এসকে ট্রিমস ও আমান কটন ফাইবার্স লিমিটেড মোট ৪৬০ কোটি ২৫ লাখ টাকা শেয়ার ছেড়ে তুলে নিয়েছে।

একই সময়ে ২০১৮-১৯ অর্থবছরে এসইএমএল এফবিএলসিএল গ্রোথ ফান্ড ও ১৩টি কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৭১ কোটি ৯০ টাকা উত্তোলন করেছে। এর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড প্রতিষ্ঠানটি ৫৫ কোটি টাকা উত্তোলন করেছে।

বাকি কোম্পানিগুলোর মধ্যে ভিএফসি থ্রেড ডাইং ২২ কোটি, এমএল ডাইং ২০ কোটি, সিলভা ফার্মাসিটিকেলস ৩০ কোটি, ইন্দো বাংলা ফার্মাসি্টিকেলস ২০ কোটি, কাট্টালি টেক্সটাইল ৩৪ কোটি, এসএস ট্রিল ২৫ কোটি, জেনেক্স ইনফোসেস ২০ কোটি, এস্কোয়ার নিট, কম্পোজিট, ১৫০ কোটি ২৯ টাকা, রানার অটোমোবাইল ১০০ কোটি, নিউ লাইন ক্লোথিং ৩০ কোটি, সিলকো ফার্মা ৩০ কোটি, কপারটেক ইন্ডাট্রিজ ২০ কোটি ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৫ কোটি টাকা উত্তোলন করেছে।