দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনের একেক দিন একেক কোম্পানির চমক দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ১৮ লাখ ৩৫ হাজার ৬৫০টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১১ কোটি ২৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার আইপিডিসির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯৭ লাখ ৬০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৩ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ লাখ টাকার, রানার অটোমোবাইলসের ৫ লাখ ১০ হাজার টাকার, সিনো বাংলার ৫ লাখ ৯৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।