দেশ প্রতিক্ষণ, ঢাকা: লেনদেনের অপেক্ষায় থাকা রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই‘১৮-মার্চ‘১৯) ব্যবসায় নিট মুনাফা বেড়েছে ৫৪ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা হয়েছে ৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা বা ইপিএস ৬১ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৩ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা বা ইপিএস ৬৭ পয়সা। এ হিসাবে মুনাফা ৫৪ শতাংশ বেড়েছে এবং ইপিএস কমেছে ৯ শতাংশ।

এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৯) সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র মুনাফা হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা বা ইপিএস ২৮ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা বা ইপিএস ৩৮ পয়সা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১৬ শতাংশ এবং ইপিএস কমেছে ২৬ শতাংশ।

উল্লেখ্য, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র চলতি বছরের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১১ টাকা ০৯ পয়সা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত দেড় কোটি শেয়ার বিবেচনায় কমে দাড়াঁয় ১০ টাকা ৯৫ পয়সায়।