দেশ প্রতিক্ষণ, ঢাকা: আওয়ামী লীগ থেকে কাল শনিবার সাময়িক বহিস্কার হচ্ছেন সারাদেশের ২০০ নেতা। সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী ও তাদের সরাসরি সমর্থনকারী ২০০ নেতার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া ১৪০ উপজেলা চেয়ারম্যানের নামও আছে।

এই ২০০ নেতাকে সাময়িক বহিস্কার করার পাশাপাশি কেন স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশও পাঠানো হবে। আগামীকাল থেকেই ডাকযোগে শোকজ নোটিশ পাঠানো শুরু হচ্ছে বলে দলীয় সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে।

জবাব পাওয়ার পর আওয়ামী লীগের হাইকমান্ড তা যাচাই-বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে গত ১২ জুলাই সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ওই নেতাদের সাময়িক বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বহিষ্কৃতদের কয়েক ধাপে চিঠি দেওয়া হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল শনিবার বেলা ১১টায় দলের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনসমূহের যৌথসভায় । ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সূত্র জানায়, নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করা ৬২ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের কাছে শোকজ নোটিশ পাঠানোর বিষয়টিও এ বৈঠকে চূড়ান্ত হতে পারে। প্রসঙ্গত, পাঁচ ধাপে অনুষ্ঠিত ৪৭৩টি উপজেলার নির্বাচনে ১৪৯টিতে চেয়ারম্যান পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীদের ১৪০ জনই আওয়ামী লীগের বিদ্রোহী। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দলের বিদ্রোহী হিসেবে ধরে নেয় আওয়ামী লীগ।

বহিস্কার হতে যাওয়া ২০০ নেতার মধ্যে খুলনায় ৪১ জন, রাজশাহীতে ২০ জন, সিলেটে ৩২ জন, রংপুরে ২৬ জন, বরিশালে ১৭ জন, ময়মনসিংহে ২০ জন, ঢাকায় ৪৫ জন এবং চট্টগ্রামে ১৭ জন রয়েছেন।

ক্রমিক নম্বর ও জেলাভিত্তিক তালিকা নিম্নে দেওয়া হলো। রাজশাহী:১. গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, ২. দুর্গাপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ সরদার, ৩. চারঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি টিপু সুলতান।

নাটোর:৪. বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ৫. গুরুদাসপুরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, ৬. জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী।

নওগাঁ:৭. রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন হেলাল, ৮. বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সামসুল আলম খান, ৯. পোরশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ১০. সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন মন্ডল,

চাঁপাইনবাবঞ্জ:১১. গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার আলী খান, পাবনা:১২. ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, ১৩. চাটমোহর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ মাস্টার, ১৪. চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল, ১৫. ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য গোলাম হোসেন গোলাপ,

সিরাজগঞ্জ:১৬. তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ১৭. বেলকুচি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নুরুল ইসলাম সাজেদুল, ১৮. পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বগুড়া:১৯. দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক,

খুলনা:২০. পাইকগাছায় জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, ২১. পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোড়ল রশিদুজ্জামান, ২২. তেরোখাদা উপজেলায় জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ২৩. দিঘলিয়া উপজেলায় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম, ২৪. দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মল্লিক মহিউদ্দিন, ২৫. দাকোপ উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মনসুর আলী খান, ২৬. রূপসায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আকবর আলী।

যশোর:২৭. চৌগাছায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হাবিবুর রহমান, ২৮. বাঘারপাড়ায় জেলা আওয়ামী লীগ সদস্য নাজমুল ইসলাম কাজল, ২৯. মনিরামপুরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, ৩০. ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ৩১. কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী রফিকুল ইসলাম,

মাগুরা:৩২. শালিখায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, ৩৩. শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল গনি শাহিন,

বাগেরহাট:৩৪. মোল্লাহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন মোল্লা, ৩৫. মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবুল,

নড়াইল:৩৬. কালিয়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হারুনার রশীদ, ৩৭. লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু, ৩৮. লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর আমীর লিটু,

ঝিনাইদহ:৩৯. জেলা আওয়ামী লীগের সদস্য জেএম রশিদুল আলম, ৪০. শৈলকুপায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন ওরফে সোনা সিকদার, ৪১. হরিণাকুন্ড উপজেলায় জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন,

চুয়াডাঙ্গা: ৪২. জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ৪৩. আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, ৪৪. দামুড়হুদায় দর্শনা পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী মনসুর বাবু, ৪৫. উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস, ৪৬. জীবননগরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ৪৭. জীবননগরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক।

কুষ্টিয়া:৪৮. কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগ সদস্য জয়নাল আবেদীন,

সাতক্ষীরা:৪৯. সদরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম শওকত হোসেন, ৫০. যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, ৫১. তালা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএম ফজলুল হক, ৫২. কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, ৫৩. কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদি, ৫৪. উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদি হাসান সুমন, ৫৫. আশাশুনিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, ৫৬. দেবহাটা উপজেলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা। ৫৭. শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগ সদস্য জিএম ওসমান গনি,

মেহেরপুর:৫৮. গাংনীতে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, ৫৯. জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, ৬০. জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম,

সিলেট:৬১. সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, ৬২. কানাইঘাটে জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ, ৬৩. কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল বাছির, ৬৪. কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, ৬৫. কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, ৬৬. ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ, ৬৭. ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুল হক,

৬৮. ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাহাফিজ মাসুম, ৬৯. গোয়াইনঘাটে যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা গোলাপ মিয়া, ৭০. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, ৭১. জৈন্তাপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদ, ৭২. বিয়ানীবাজারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ৭৩. দক্ষিণ সুরমায় জেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম, ৭৪. ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম।

সুনামগঞ্জ:৭৫. ছাতক উপজেলায় আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল, ৭৬. দিরাই উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, ৭৭. উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, ৭৮. শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, ৭৯. ধর্মপাশা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ৮০. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ৮১. জামালগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম,

মৌলভীবাজার:৮২. বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, ৮৩. জুড়ীতে হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ৮৪. কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

হবিগঞ্জ:৮৫. সদরে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম, ৮৬. লাখাই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, ৮৭. জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমেদ, ৮৮. চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, ৮৯. বাহুবলে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদির চৌধুরী, ৯০. আজমিরীগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, ৯১. বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ৯২. মাধবপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু, ৯৩. শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ খান,

বরগুনা:৯৪. আমতলী উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন সজু, ৯৫. আমতলী উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান,

পটুয়াখালী:৯৬. সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা, ৯৭. দুমকিতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, ৯৮. মির্জাগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ৯৯. দশমিনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ বশার ডাবলু, ১০০. জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত শওকত হোসেন, ১০১. উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক,

ঝালকাঠি:১০২. সদরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম, ১০৩. সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ১০৪. রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চু, ১০৫. কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম কিবরিয়া সিকদার, বরিশাল:১০৬. হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন ঢালী, ১০৭. বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহম্মেদ রিপন।

পিরোজপুর:১০৮. সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ১০৯. নাজিরপুরে আওয়ামী লীগের কর্মী অ্যাডভোকেট দিপ্তীশ হালদার, ভোলা:১১০. তজুমদ্দিনে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, দিনাজপুর:১১১. নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ১১২. নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হাসান শিশির, ১১৩. বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রাজ, ১১৪. খানসামায় জেলা আওয়ামী লীগের সদস্য আবু হাতেম, ১১৫. চিরিরবন্দরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, ১১৬. কাহারোলে সাবেক এমপি আবদুল মালেক সরকার, ১১৭. বীরগঞ্জে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, ১১৮. ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সুদর্শন পালিত,

পঞ্চগড়:১১৯. তেঁতুলিয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোছা. ফরিদা আখতার হীরা, ১২০. আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, ১২১. দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক চিশতী, ১২২. উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিমল দে সরকার, ১২৩. উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ, ১২৪. উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান শাহ, গাইবান্ধা:১২৫. সদরে জেলা আওয়ামী লীগের সদস্য শাহ সারোয়ার কবীর, ১২৬. সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খয়বর হোসেন, ১২৭. সাদুল্যাপুরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মতিয়ার রহমান, ১২৮. গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি ফেরদৌস আলম রাজু,

কুড়িগ্রাম:১২৯. জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সোহরাওয়ার্দী বাপ্পি, ১৩০. ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ গোলাম রব্বানী, ১৩১. রাজিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন,

লালমনিরহাট: ১৩২: জেলার হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান ভেলু, ১৩৩. জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়াত খান, ঠাকুরগাঁও:১৩৪. জেলার বালিয়াডাঙ্গীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, ১৩৫. পীরগঞ্জ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজেন্দ্র নাথ রায়, রংপুর:১৩৬. জেলার মিঠাপুকুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেজবাহুর রহমান প্রধান।

নীলফামারী:১৩৭. ডোমারে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বসুনিয়া,

চট্টগ্রাম:১৩৮. জেলার ফটিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তৈয়ব, ১৩৯. লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক চৌধুরী বাবুল, ১৪০. বাঁশখালী উপজেলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, ১৪১. বোয়ালখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের, ১৪২. উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সহসভাপতি শ্রমিক নেতা এসএম নুরুল ইসলাম,

কক্সবাজার:১৪৩. সদর উপজেলায় জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল আবছার, ১৪৪. টেকনাফে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম, ১৪৫. রামুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, ১৪৬. মহেশখালীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ বাদশা, ১৪৭. চকরিয়ায় উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ব্রাহ্মণবাড়িয়া:১৪৮. সদর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লায়ন ফিরোজুর রহমান ওলিও, ১৪৯. নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, ১৫০. সরাইলে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, ১৫১. সরাইলে আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, ১৫২. আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,

১৫৩. নবীনগরে আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দিন, কিশোরগঞ্জ:১৫৪. কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা লায়ন মো. আলী আকবর, ১৫৫. কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দীন, ১৫৬. কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ১৫৭. তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঞা, ১৫৮. ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ১৫৯. ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, ১৬০. বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন মাস্টার, রাজবাড়ী:১৬১. সদরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, ১৬২. পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, ১৬৩. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ, ১৬৪. বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ১৬৫. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।

শেরপুর:১৬৬. জেলার নালিতাবাড়ীতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, ১৬৭. নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক, ১৬৮. নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, ১৬৯. শ্রীবরদী উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগ সদস্য এডিএম শহিদুল ইসলাম, ১৭০. উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন,

টাঙ্গাইল:১৭১. জেলার কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, ১৭২. টাঙ্গাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, ১৭৩. দেলদুয়ারে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, ১৭৪. বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম,

ফরিদপুর:১৭৫. জেলার ভাঙ্গা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাহাদাত হোসেন, ১৭৬. উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, ১৭৭. সদরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, ১৭৮. সদরপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী শফিকুর রহমান, ১৭৯. নগরকান্দায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহজামান বাবুল, ১৮০. সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ মাতুব্বর, ১৮১. চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার আলী মোল্লা।

গাজীপুর:১৮২. জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ১৮৩. কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. কামাল উদ্দিন সিকদার, ১৮৪. কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, ময়মনসিংহ:১৮৫. জেলার হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ১৮৬. ধোবাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, ১৮৭. ফুলপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল, ১৮৮. গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, ১৮৯. ঈশ্বরগঞ্জে জেলা আওয়ামী লীগ সদস্য বদরুল আলম প্রদীপ, ১৯০. ভালুকায় জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন,

জামালপুর:১৯১. ইসলামপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক, ১৯২. দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, শেরপুর:১৯৩. শ্রীবরদী উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য এডিএম শহিদুল ইসলাম, ১৯৪. উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন, ১৯৫. উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ সোহাগ,

নেত্রকোনা:১৯৬. জেলার বারহাট্টায় জেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হক কাসেম, ১৯৭. দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল হোসেন আকুঞ্জি, ১৯৮. উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল পাশা, ১৯৯. কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক ফজলু, ২০০. মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার আলম খান চৌধুরী।