দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এখনো ৪১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর ফেসভ্যালু অর্থাৎ ১০ টাকার নিচে অবস্থান করছে।বেশির কোম্পানির শেয়ারে ব্যাপক দরপতন হচ্ছে। এর মধ্যে তালিকাভুক্ত ৪১ কোম্পানির শেয়ার দর নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এসব কোম্পানির শেয়ার দর বর্তমানে ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে বস্ত্রখাতের কোম্পানিগুলো।

এ খাতের ১৪ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, প্রকৌশল খাত ইত্যাদি খাতের বেশ কিছু কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। আর এসব শেয়ারে বিনিয়োগ করে বিপাকে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সামগ্রিক বাজার পরিস্থিতি ইতিবাচক না হলেও এগুলোর শেয়ার দরে আরো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগিরা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ব্যাংক খাতের ৬ কোম্পানির শেয়ার দর রয়েছে ফেসভ্যালুর নিচে। এর মধ্যে এবি ব্যাংকের শেয়ার দর ৮.৭০ টাকা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৯.৩০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৭০ টাকা, আইএফআইসি ব্যাংকের ৯.৪০ টাকা, ন্যাশনাল ব্যাংকের ৮.১০ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার দর অবস্থান করছে ৯.২০ টাকায়।

সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের শেয়ার দর রয়েছে ৯ টাকায়। প্রকৌশল খাতের ৪ কোম্পানির শেয়ার দর রয়েছে ফেসভ্যালুর নিচে। এর মধ্যে অ্যাপোলো ইষ্পাতের শেয়ার দর ৪.৮০ টাকা, গোল্ডেন সনের ৬.৮০ টাকা, অলিম্পিক এক্সসরিজের ৮.৩০ টাকা এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর অবস্থান করছে ৯.৯০ টাকায়।

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ৯ কোম্পানির শেয়ার দর রয়েছে ফেসভ্যালুর নিচে। এর মধ্যে বিআইএফসি’র শেয়ার দর ২.৫০ টাকা, ফারইষ্ট ফাইন্যান্সের ৪.৪০ টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৩০ টাকা, পিপলস লিজিংয়ের ৩ টাকা, প্রিমিয়ার লিজিংয়ের ৭.১০ টাকা, প্রাইম ফাইন্যান্সের ৯ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর অবস্থান করছে ৭.৯০ টাকায়।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের দুই কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে নেমে এসেছে। এর মধ্যে এমারেল্ড অয়েলের শেয়ার দর ৯ টাকা এবং মেঘনা পেটের শেয়ার দর অবস্থান করছে ৯.৩০ টাকায়।

বিবিধ খাতের খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার দর ৮.৭০ টাকায় লেনদেন হচ্ছে। ওষুধ ও রসায়ন খাতের দুই কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর অনেক নিচে রয়েছে। এর মধ্যে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৩.৭০ টাকা এবং কেয়া কসমেটিকসের শেয়ার দর ৩ টাকায় লেনদেন হচ্ছে।

বস্ত্রখাতের ১৪ কোম্পানির শেয়ার দর রয়েছে ফেসভ্যালুর নিচে। এর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর ৮.৮০ টাকা, সিএনএ টেক্সটাইল ২ টাকা, ঢাকা ডাইংয়ের ৩ টাকা, ডেল্টা স্পিনার্সের ৪.৩০ টাকা, ফ্যামিলিটেক্সের ২.৯০ টাকা, জেনারেশন নেক্সটের ৪ টাকা, ম্যাকসন স্পিনিংয়ের ৫ টাকা, মেট্রো স্পিনিংয়ের ৭ টাকা, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৯.৯০ টাকা, আরএন স্পিনিংয়ের ৫ টাকা, তাল্লু স্পিনিংয়ের ৩.২০ টাকা, তুং-হাই নিটিংয়ের ২.৮০ টাকা, জাহিন স্পিনিংয়ের ৮.৩০ টাকা এবং জাহিন টেক্সের শেয়ার দর অবস্থান করছে ৭.৮০ টাকায়।

ভ্রমণ ও অবকাশ খাতের দুই কোম্পানির শেয়ার দর রয়েছে ফেসভ্যালুর নিচে। এর মধ্যে বিডি সার্ভিসের শেয়ার দর ৫.২০ টাকা এবং ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর অবস্থান করছে ১.৫০ টাকায়।