দেশ প্রতিক্ষণ, ঢাকা: হকস বের মালিক আব্দুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)’র নির্বাচনে বিজয়ী হয়েছে। গত শনিবার এ নির্বাচন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

মধ্যরাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বারভিডার পরিচালনা পর্ষদের ২৫জনের মধ্যে ২২জনই গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে জয়ী হন। সম্মিলিত পরিষদ থেকে মাত্র ৩জন নির্বাচিত হন।

২০১৯-২০ মেয়াদে বারভিডার এ নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করে। এর একটি হলো গণতান্ত্রিক পরিষদ। এর প্যানেল লিডার আব্দুল হক। যিনি বারবিডার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র পরিচালক। অন্যটি হলো সম্মিলিত পরিষদ। এর প্যানেল লিডার হলেন আবদুল হামিদ শরীফ।

যিনি অটোকন গ্রুপের  মালিক। এছাড়া তিনি রিকন্ডিশন গাড়ি ব্যবসায় ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় নানা আন্দোলনে সোচ্চার ছিলেন। নয়জন স্বতন্ত্র প্রার্থীও এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচিত ২৫জন পরিচালকের মধ্য থেকে সভাপতি ও তিনজন সহ-সভাপতিসহ বিভিন্ন পদে মনোনিত করা হবে। আজ সোমবার নব নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় বারভিডায় এ নতুন নেতৃত্ব আসবে । প্রথানুযায়ী গণতান্ত্রিক পরিষদ নেতা আব্দুল হকই বারভিডার সভাপতি হচ্ছেন।