দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির ইপিএস প্রকাশ করছে। এর মধ্যে শতকরা ৭৫ শতাংশ কোম্পানির ইপিএস বেড়েছে। এর মধ্যে ৭ কোম্পানির ইপিএস বাড়লেও্র ১টি কোম্পানির ইপিএস কমেছে। এছাড়া ১টি কোম্পানির ইপিএস অপরিবর্তিত।

ঢাকা ইন্স্যুরেন্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২০ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ২০ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৪ টাকা বা ৯ শতাংশ।কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৫৪ টাকায়।

জনতা ইন্স্যুরেন্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০১ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ৪ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৭৭ টাকায়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৬ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৩২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৩৭ টাকা বা ১৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ৬ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৩৬ টাকায়।

কর্নফুলি ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্নফুলি ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৫ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬২ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সমন্বিত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৫৯ পয়সা।

পূবালী ব্যাংক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.১৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.১১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৫ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৯ টাকা বা ৬ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৬৫ টাকায়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৩৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৫ টাকা বা ৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৩ টাকা বা ৪ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৩০ টাকায়।

জিএসপি ফাইন্যান্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা কমেছে ৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৯ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৬ টাকা বা ৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৬ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ২ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৭ টাকায়।

উত্তরা ফাইন্যান্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৮১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২৪ টাকা বা ৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৪৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪.০১ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৫৮ টাকা বা ১৪ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.০৫ টাকায়।

ফিনিক্স ফাইন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা।

ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৭৬ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সমন্বিত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ২৫ পয়সা।