দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে ধারাবাহিকভাবে কমছে বিদেশি বিনিয়োগ।  ২০১৭ সালে দেশের পুঁজিবাজারে বিনিয়োগে গতি পেলেও চলতি বছরে পিছুটান নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। আর শেয়ার বিক্রিতে মূলধন তুলে নেওয়ায় বিদেশিদের নিট বিনিয়োগ কমছে। মন্দাবস্থায় বাজারে ঢুকে এখন বিদেশিদের শেয়ার বিক্রি বেড়েছে।

এদিকে পুঁজিবাজারে বিদেশিদের পোর্টফোলিও বিনিয়োগ টানা ৫ মাস ধরে কমছে। চলতি বছরের শেষ ৫ মাসে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ৫১৮ কোটি ২৭ লাখ টাকার। আর সর্বশেষ জুলাই মাসে বিদেশিরা ১৬৪ কোটি ৬৮ লাখ টাকার নিট বিনিয়োগ প্রত্যাহার করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জুলাই মাসে বিদেশিরা ৩০৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কিনেছেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ৪৭৪ কোটি ৩ লাখ টাকার। সেই হিসাবে আলোচ্য সময়ে ১৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন। আলোচ্য মাসে বিদেশিদের পোর্টফোলিওতে মোট ৭৮৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা এর আগের মাসে লেনদেন ছিল ৬৪১ কোটি টাকার। সেই হিসাবে পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ কমেছে ১৪২ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসই সূত্রে জানা যায়, গত মার্চ মাস থেকে বিদেশি পোর্টফোলিও নিট বিনিয়োগ কমছে। মার্চ মাসে ১২৩ কোটি ৭১ লাখ টাকা, এপ্রিল মাসে ১৫৪ কোটি ১৯ লাখ টাকা, মে মাসে ৬৫ কোটি ১৭ লাখ টাকা, জুন মাসে ১০ কোটি ৫২ লাখ টাকা এবং সর্বশেষ জুলাই মাসে ১৬৪ কোটি ৬৮ লাখ টাকার নিট বিনিয়োগ কমেছে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে পুঁজিবাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ কমেছে ১৮৩ কোটি ৭১ লাখ টাকা। এর আগে ২০১০-১১ অর্থবছরে বিদেশি নিট বিনিয়োগ কমেছিল ৪০ কোটি ৪৫ লাখ টাকার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের ক্রমাগত নিম্নমুখিতায় কয়েকটি কারণের মধ্যে বিদেশিদের শেয়ার বিক্রি অন্যতম কারণ। পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ দেশীয় ক্ষুদ্র বিনিয়োগকারীর আস্থা বাড়িয়ে তোলে। আর তাদের (বিদেশি) শেয়ার বিক্রি বাড়লে দেশের বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি করতে থাকে।