দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড নতুন নতুন শর্ত জুড়ে দেওয়ায় এসব পোশাক কারখানা এখন বন্ধের পথে বলে মন্তব্য করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি রুবানা হক অভিযোগ করে বলেন, ‘সমঝোতা চুক্তি না মেনে একতরফা নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে অ্যাকর্ড।’

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এ সময় বিজিএমইএ নেতা ও অ্যাকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রুবানা হক বলেন, ‘অ্যাকর্ড ও বিজিএমইএ’র চুক্তি অনুসারে কারখানাগুলোতে নতুন শর্ত আরোপের আগে বিজিএমইএ’র সঙ্গে কথা বলতে হয়। কিন্তু কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা বিষয়ে অ্যাকর্ড আমাদের ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ৪০০ কারখানাকে সতর্ক (এক্সেলেটেড) করেছে। তাতে রপ্তানি আদেশ ও কারখানার ব্যবসা কমছে। শ্রমিকরা চাকরি হারাচ্ছে।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘গত ছয় বছরে অ্যাকর্ড মাত্র ২০০টি পোশাক কারখানা সার্টিফাইড করেছে। নতুন করে এসব কারখানার পরিদর্শন কত বছরে শেষ করবে তার কোনো নিশ্চয়তা নাই। এভাবে বছরের পর বছর তাদের হাতে ছেড়ে দিতে পারি না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কারখানাগুলোর কোথায় কোথায় সমস্যা আছে, অ্যাকর্ড তা আমাদেরকে স্পষ্ট করছে না। পাশাপাশি আমাদেরকে শেখার সুযোগও দিচ্ছে না।’