দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে উত্থানে পার করেছে পুঁজিবাজার। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ১৬৭ কোটি টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩৬৯ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬৭ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকা বা ৭.৫৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২০২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৪৫৫ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ২০০ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ৮৯১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৩ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩০৯ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.০৩ পয়েন্ট বা ০.০০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৯২.১৮ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭.৭৫ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৫টির বা ৫৫ শতাংশের, কমেছে ১৪১টির বা ৪০ শতাংশের এবং ১৯টির বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১০৮ কোটি ৮১ লাখ ১৫ হাজার ৬২৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৫১৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৩ কোটি ৬ লাখ ৬৪ হাজার ১০৯ টাকা বা ১৩.৬৪ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫৭ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ এবং সিএসআই ১ বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৬৬০, ১৩ হাজার ৯৭৯, ১ হাজার ১৬৭ ও ১ হাজার ৩৬ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, দর কমেছে ১১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগর উপযুক্ত সময় বলে মনে করছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম। তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা যা প্রত্যাশা করে, তার সঙ্গে প্রাপ্তি কখনোই মিলে না। কারণ সব সময়ই আমরা সহ বিনিয়োগকারীরা যা প্রত্যাশা করি তা ঘটে না। আবার অনেক সময় কিছু প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হয়। তাছাড়া পুঁজিবাজারের মেঘলা আকাশ খুব শিগরিই কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। কারণ খারাপ সময়ও বেশি দিন থাকে না।