দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ছয় কোটি টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করা হয়। গতকাল কমিশন থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক জানায়, দুদকের অনুসন্ধানে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী মোসা. ফরিদা আকতারের নামে ছয় কোটি টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের তথ্য-প্রমাণ পেয়েছে। শিগগিরই দুদকের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। অনুসন্ধানটির তদারককারী কর্মকর্তা হলেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।