দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকায়। আর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ২৮.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনার বাংলা ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ২৫.১৯ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২২.৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ২১.৪৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৯.৪০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১৮.০৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.৪৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৫.৫২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৫.২৫ শতাংশ এবং ব্যাংক এশিয়ার শেয়ার দর ১৫.১২ শতাংশ বেড়েছে।