দেশ প্রতিক্ষণ, ঢাকা: ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে ব্লকের লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ব্লকে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৫টি। বিপরীতে লেনদেন বেড়েছে ২৬ কোটি টাকার ওপরে। গত সপ্তাহে ৩১টি প্রতিষ্ঠান ডিএসইর ব্লত মার্কেটের লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠান ৭ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার ২০০ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর ব্লকে ২৬ কোম্পানির ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৩৪৯টি শেয়ারে ১৭৪ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকায় লেনদেন হয়েছিল।

গত সপ্তাহে ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ব্যাংক এশিয়া, রেনেটা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার, নাভানা সিএনজি, ইউনাইটেড ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল এবং আইডিএলসি ফাইন্যান্স।

ব্লকে অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো: এসএস স্টিল, খুলনা পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, বিকন ফার্মা, সালভো কেমিক্যাল, সামিট পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল টিউবস, ফেডারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবলস, রূপালী ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আলহাজ্ব টেক্সটাইল এবং ওরিয়ন ইনফিউশন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানিটির ১৩৫ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রেনেটার ২৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।

এছাড়া এপেক্স ফুটওয়্যারের ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার, নাভানা সিএনজির ৩ কোটি ৮২ লাখ ৬৬ হাজার, ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ ৬১ হাজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৮২ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ লাখ ২০ হাজার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার এবং সায়হাম টেক্সটাইলের ১ কোটি ৪ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে: আইডিএলসি ফাইন্যান্সের ৯৭ লাখ, এসএস স্টিলের ৪৭ লাখ ২৫ হাজার, খুলনা পাওয়ারের ৪৬ লাখ ৫০ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪২ লাখ ২০ হাজার, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪০ লাখ, বিকন ফার্মার ৩৪ লাখ ৮০ হাজার, সালভো কেমিক্যালের ১৪ লাখ ৭২ হাজার, সামিট পাওয়ারের ১৪ লাখ ১৫ হাজার, জেনেক্স ইনফোসিসের ১১ লাখ ১৬ হাজার এবং ন্যাশনাল টিউবসের ১০ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

এককভাবে ১০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের ৮ লাখ, ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৪৮ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭২ হাজার, রূপালী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৪০ হাজার, আলহাজ্ব টেক্সটাইলের ৫ লাখ ৩৮ হাজার এবং ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।