মুহাম্মদ আবদুর রাজ্জাক, দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাজধানীতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক প্রোগ্রামে বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. রেজাউল করিমকে প্রশ্নবানে নাস্তানাবুদ করে ছাড়লেন। বিনিয়োগকারীদের তোপের মুখে পড়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি তাদেরকে ব্যক্তিগত ভাবে তার সাথে বসার আহবান জানিয়ে তাদের আর কোন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।

শনিবার রাজধানীর মতিঝিলে বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে পূবালী ব্যাংক সিকিউরিটিজের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিনিয়োগ সপ্তাহ অনুষ্ঠানে অসংখ্য বিনিয়োগকারী অংশগ্রহণ করে। এসময় বিএসইসি পরিচালক মো. রেজাউল করিমকে পেয়ে বিনিয়োগকারীরা উত্তেজিত হয়ে পড়ে। বিনিয়োগকারীরা এ সময় বিএসইসির পরিচালককে নানা প্রশ্ন করে।

বিনিয়োগকারীরা ক্ষোভের সুরে বলেন, আমাদেরকে পথে বসিয়ে তিনি এখন জ্ঞান দিতে এসেছেন। বিনিয়োগকারীদের হৈ চৈ’র এক পর্যায়ে একজন বিনিয়োগকারীর প্রশ্ন-কোম্পানির অডিট আপনারা ঠিক মতো করতে পারেন না। আজে বাজে শেয়ার বিএসইসি লিস্টিং করে বিনিয়োগকারীদের পথে বসাচ্ছে। এজন্য আপনারা দায়ী।
২০১০ সালের পর বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার আপনারা বিনিয়োগকারীদের বাজারে এনেছেন। লাখ লাখ বিনিয়োগকারীকে নি:স্ব করছেন।

এ সময় বিনিয়োগকারীদের জবাবে রেজাউল করিম বলেন, আমি বুঝি সাম্প্রতিক দরপতন বাজারে আপনারা অনেক লোকসান দিয়েছেন। এজন্য আপনারা বিক্ষুব্ধ। তবে আশার বাণী হলো-আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে, তা কয়েক মাসের মধ্যে সমাধান হয়ে যাবে।

বিএসইসি’র কমিশনে প্রায় দু’ শত জনবল বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে। যা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। কপারটেকের মতো বন্ধ কোম্পানি কেন পুঁজিবাজারে লিস্টিং করেন-বিনিয়োগকারীর এমন প্রশ্নের জবাবে বিএসইসি পরিচালক মো. রেজাউল করিম বলেন, কোম্পানিটি আজে বাজে মনে হলে এমনিতেই বাতিল হয়ে যেত।