দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানির ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। অ্যাপেক্স ফুটওয়্যার ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, কেডিএস এক্সেসরিজ, নাভানা সিএনজি, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বীচ ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।