দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক চলতি হিসাববছরের্ তৃতীয় প্রান্তিক তথা জুলাই’১৯ থেকে সেপ্টেম্বর’১৯ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচিত প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংকটি লোকসান করলেও আগের বছরের একই প্রান্তিকের চেয়ে লোকসান কমেছে।

সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান দিয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি দায় হয়েছে ১৬ টাকা ৯৬ পয়সা।