দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ্ব টেক্সটাইলের। কোম্পানিটির উৎপাদন অনিদৃষ্টিকালের জন্য বন্ধের ঘোষণার কারনে শেয়ার দরে বড় পতন ঘটছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩ অক্টোবর আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৩০ টাকায়। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৮.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ১৯.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৮.৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৮ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৪৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৫.৬৩ শতাংশ, আরএন স্পিনিংয়ের ১৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১২.৮৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১২.৭৪ শতাংশ, ইউনাইটেড এয়ারের ১২.৫০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ১২.৩৫ শতাংশ কমেছে।