দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলের আগের অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ব্যবসায় মুনাফা বেড়েছে ৭০৭ শতাংশ। একইসঙ্গে বেড়েছে লভ্যাংশ ঘোষণার পরিমান। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। সাবমেরিন কেবলের ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৪ টাকা।

যা ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে হয়েছে ৩.৫৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৩.১১ টাকা বা ৭০৭ শতাংশ। মুনাফার এই উত্থানে সঙ্গে সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগের অর্থবছরের ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৫৫ টাকা হিসেবে মোট ৫৮ কোটি ৫৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১৬ শতাংশ বা শেয়ারপ্রতি ১.৬০ টাকা হিসাবে মোট ২৬ কোটি ৩৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরন করা হবে। অর্থাৎ মুনাফার ৪৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৩২ কোটি ১৬ লাখ টাকা বা ৫৫ শতাংশ রিজার্ভে রাখা হবে।