দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ২৬৯ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ। এর মাধ্যমে প্রকৌশল খাত ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে।

বিদায়ী সপ্তাহে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে ওষুধ খাত। সপ্তাহজুড়ে এই খাতের কোম্পানিগুলোর ১৮৮ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা বা মোট লেনদেনর ১৫ শতাংশ হয়েছে। ৮ শতাংশ করে লেনদেন হলে বীমা, বিদ্যুৎ, মিউচুয়াল ফান্ড এবং বস্ত্র খাত লেনদেনের তৃতীয় স্থানে উঠে আসে। বিদায়ী সপ্তাহে বীমা খাতের কোম্পানিগুলোর ১০০ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর ১০০ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার, বিদ্যুৎ খাতে ১০২ কোটি ৭৮ লাখ টাকার এবং বস্ত্র খাতের কোম্পানিগুলোর ৯৮ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।

অন্য খাতের মধ্যে বিবিধ খাতের কোম্পানিগুলোর ৬৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার বা ৬ শতাংশ; ব্যাংক খাতে ৬৭ কোটি ১ লাখ ২০ হাজার টাকা ও সিরামিক খাতে ৬১ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বা ৫ শতাংশ করে; টেলিযোগাযোগ খাতে ৩৪ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা ও খাদ্য খাতে ৩৫ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা বা ৩ শতাংশ করে; নন-ব্যাংকিং আর্থিক খাতে ২১ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা, আইটি খাতে ২৪ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা ও ট্যানারি খাতে ২৭ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা বা মোট লেনদেনের ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া শূণ্য শতাংশ লেনদেন হয়েছে ৪ খাতের।

এসব খাতের মধ্যে সেবা খাতের কোম্পানিগুলোর ৩ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার, পেপার খাতের ৪ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার, ভ্রমণ খাতে ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার এবং সিমেন্ট খাতের কোম্পানিগুলোর ৫ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।