দেশ প্রতিক্ষণ, ঢাকা: অধ্যাপক মিজানুর রহমান। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের অধ্যাপক। পুঁজিবাজারের চলমান বিষয় নিয়ে দৈনিক দেশ প্রতিক্ষণের সাথে আলাপকালে নানা সমস্যার কথাও তুলে ধরেন। পুঁজিবাজারে দরপতনের মুল কারন ছিল তারল্য ও আস্থা সঙ্কট।

তারল্য সঙ্কট তীব্র আকার ধারণ করায় দরপতন ত্বরান্বিত হয়েছে। তারল্য সংকটের অবস্থা দীর্ঘদিন চলতে থাকায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে বিনিয়োগের ফান্ড সঙ্কটে পড়ে।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, বর্তমান বাজারের ওপর বিনিয়োগকারীদের তেমন একটা আস্থা নেই। এ কারণে নতুন বিনিয়োগ আসছে না। আবার আর্থিক খাতেও রয়েছে তারল্য সংকট সহ নানাবিধ সমস্যা।

শেয়ারবাজারের প্রাইমারি তথা আইপিও বাজারেও চরম দুরবস্থা চলছে। এসব সমস্যা জিইয়ে থাকলে বাজারে নতুন বিনিয়োগ আসবে না। তাই বাজারে প্রাণ ফিরিয়ে আনতে হলে আর্থিক খাতের জন্য প্রয়োজনীয় ও সমন্বিত সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিচ্ছিন্নভাবে পদক্ষেপ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না।