দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কোম্পানির অডিট বা নিরীক্ষা করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের ৭০১তম সভায় নেওয়া সিদ্ধান্তে জানানো হয়, কমিশন প্যানেল অব অডিটরস এর বিদ্যমান তালিকা অডিট ফার্ম এবং যথাযথ প্রক্রিয়ায় উক্ত প্যানেলে অন্তর্ভুক্ত ফার্মওয়ারী অংশীদার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গণের নামসহ প্রকাশ করবে।

এছাড়া প্যানেল অব অডিটরস এর তালিকায় ফার্মওয়ারী অংশীদারগণ ব্যতীত কোন চর্চারত (প্রাকটিসিং) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিরীক্ষক হিসেবে তালিকাভুক্ত ও গণপ্রস্তাবে আবেদনকারী কোম্পানির নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।