দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানির সংখ্যা ২০টি। এরমধ্যে ৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হিড়িক পড়ছে। আর কমেছে ৮টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৫টিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক সর্বশেষ সেপ্টেম্বর মাসে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণ হিসাব পর্যালোচনায় এ তথ্য জানা যায়।

সূত্রমতে, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসেরাষ্ট্রায়াত্ব ৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো-ন্যাশনাল টিউবস, ইস্টার্ন কেবলস, রূপালী ব্যাংক, এটলাস, পাওয়ারগ্রীড, ডেসকো এবং তিতাস গ্যাস লিমিটেড।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ন্যাশনাল টিউবসে। আলোচ্য মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৪.২৯ শতাংশ। ৩১ আগস্ট ২০১৯ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৮৫ শতাংশ। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িযেছে ২০.১৪ শতাংশে।।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া অন্য ৬ কোম্পানির মধ্যে- ইস্টার্ন কেবলসে ০.৩১ শতাংশ, রূপালী ব্যাংকে ০.১২ শতাংশ, এটলাসে ০.০২ শতাংশ, পাওয়ারগ্রীডে ০.০২ শতাংশ, ডেসকোতে ০.০১ শতাংশ এবং তিতাস গ্যাসে বেড়েছে ০.০১ শতাংশ।

অন্যদিকে, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়াত্ব ৮ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলো হলো- পদ্মা ওয়েল, উসমানিয়া গ্লাস, মেঘনা পেট্রোলিয়াম, জিলবাংলা সুগার, ইস্টার্ন লুব্রিকেন্ট, শ্যামপুর সুগার, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং আইসিবি।

কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা ওয়েলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসে ০.৬৮ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ০.১৯ শতাংশ, জিলবাংলা সুগারে ০.১৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টে ০.১৬ শতাংশ, শ্যামপুর সুগারে ০.১৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসে ০.০৪ শতাংশ এবং আইসিবিতে ০.০২ শতাংশ।

অপরদিকে, সেপেম্বর মাসে ৫ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলো হলো-বাংলাদেশ সিপিং কর্পোরেশন, যমুনা ওয়েল, রেনউইক যজেনশ্বর, এনটিসি ও বিডি সার্ভিস।