দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে জরুরি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিরাট অংকের ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এ বিষয়ে আজ ৩০ অক্টোবর,বুধবার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরে একটি নোটিশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের কেলেঙ্কারি,ভুয়া এলসি,বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মাহবুবুর রহমানের বিরুদ্ধে।এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য শোনার জন্য নোটিশ জারি করেছে দুদক। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান পদেও রয়েছেন।